শিরোনাম

নেতাজী মানে || কৌশিক ঘোষ - কুঁড়েঘর

নেতাজী মানে

নেতাজী মানে, 

সুভাষচন্দ্র স্বাধীনতার স্বপ্ন দেখা।
 নেতাজী মানে ,
পরাধীনতার মুছে দেওয়া কালো রেখা। 
নেতাজী মানে, 
ত্যাগের প্রতীক বৃটিশ সিংহ কে রোখা।
নেতাজী মানে, 
পরাধীনতার শৃঙ্খল ভেঙে ফেলা
নেতাজী মানে, 
আজাদ হিন্দু ফৌজকে গড়ে তোলা।
নেতাজী মানে, 
মহা সাহসে সংগ্রাম করে যাওয়া,
নেতাজী মানে,
জয় হিন্দ ঘোষণা স্বাধীন পতাকা বওয়া। 
নেতাজী মানে,
ইতিহাস গড়ে মুক্তির সন্ধানে__
নেতাজী মানে,
তেইশে জানুয়ারী জন্ম , মৃত্যু কবে কে জানে?
নেতাজী মানে,
নিবেদিত প্রাণে স্বাধীনতা সংগ্রাম।
নেতাজী মানে,
ঈশ্বর ভেবে ভক্তি পূর্ণ প্রণাম।।

No comments