শিরোনাম

চাঁদনী রাত || ফয়েজ উল্লাহ

চাঁদনী রাত
ফয়েজ উল্লাহ
হৃদয় দিয়ে করি 
অনুভব রূপমাধূয
চাঁদনী রাতের আকাশ ভরা
অপরূপ সৌন্দয।

আকাশ ভরা চাঁদ 
দিচ্ছে আলো
মরি যদি তবুও 
লাগিবে ভালো।
এই মরণ হবে স্বগর সমান।

ঘুমন্ত পৃথিবীকে আরো বেশি 
ঘুমান্ত মনে হল
মজার হাওয়া ঝিরঝির 
করে বাইছিল।

মনে হইছিল দিচ্ছে তারা
 চাঁদকে পাহেরা
চাঁদকে গিরে রইল
 হাজার তাঁরা।

চাঁদনী রাতের আকাশের তারা 
ঝিকিমিকি পৃথিবীকে ছুঁয়ে যায়।
সেই আলো আর হাওয়া 
আমি মন ভরে খায়।
Attachments area

No comments