শিরোনাম

আমাবশ্যার শশী || মোঃ আজহারুল ইসলাম - কুঁড়েঘর


আমাবশ্যার শশী

রাজ্যে রাজা করল আইন
মন্ত্রীদের ডেকে,
ঘুষ দুর্নীতি চাঁদাবাজী চলবে 
না আজ থেকে।

ছোট বড় চাকুরে মশাই
আছেন যারা দেশে,
সেবার নামে সময় চুরি
সবাই গেছে ফেঁসে।

রাজার বচনে অনেকের
মন হল ভারী,
আমলাদের সাথে আতাত আর
ছিল অংশীদারী।

সকাল বিকেল চায়ের কাপে
দুর্নীতির ধোয়া উড়ে,
চাকুরী দেয়ার নাম করে,
কোটি টাকা নিয়েছে কেরে।

আঙ্গুল ফুলে কলা গাছ 
হয়েছে আবু ছালে,
নিরাপরাধ জাহাালম অপরাধী
হয়ে থাকেন জেলে।

উদর পিন্ডি বুদুর ঘাড়ে
জানল জগৎ বাসী, 
কার কপালে কখন উঠবে
আমবশ্যার শশী।

No comments