শিরোনাম

মমতা || মোঃ আনোয়ার হোসেন - কুঁড়েঘর


মমতা 

আমি এক মুর্খ কবি
লিখতে চাই কবিতা ।
লেখার মাঝে বাধা দেয় 
আমার গৃহিনী মমতা ।

লেখা নাকী হয় না কিছু 
ভাবনা ছাড়া মনটা ।
লিখতে নাকী মন লাগে 
বলছে আমার বউটা ।

তার মানে বাশে কেন 
অতীত কালের সৃতি ?
লিখতে যদি পারত সে
পাইত অনেক প্রীতি ।

ভাবনা ছাড়া লিখি নাকী 
আমি মুর্খ কবি ।
লেখার মাঝে পড়ছে ধরা 
তার মনের হবি ।

লিখতে যদি চাও তুমি
লিখ আমার কথা ।
ভাবনা দিয়ে লেখ তুমি
আমার মনের কথা ।

ভাব ছাড়া তো যায় না লেখা মনের কোনের ব্যথা ।
আমার মনে পড়ে কেন 
অতীত কালের কথা ?

No comments