শিরোনাম

আমার ভাষা | নীতা কবি - কুঁড়েঘর

আমার ভাষা
নীতা কবি

আমরা বাঙ্গালী বাংলায় মোরা কথা বলি কাঁদি হাসি
স্বপন দেখি বাংলা ভাষাতে,বাংলাতে ভালোবাসি।
মা ছাড়া যেমন শিশুরা বাঁচেনা,এই ভাষা ছাড়া আমরা বাঁচিনা
আমার ভাষা, তোমার ভাষা, আমাদের প্রিয় বাংলা ভাষা।
বাঙালির আশা, বাঙালির বাসা, আমাদের ভাষা সবচেয়ে খাসা।
কে করিবে আমার কণ্ঠ রোধ ?
মূর্খ তারা, বধির তারা, নেই কো তাদের ভাষার বোধ।
তোদের আদেশে বলতে হবে কি,উর্দু না হয় ইংরেজী?
দূর হাঁট সব,দূর করে দেব তোদের সবার ভ‍্যাংরাজী।
বাংলা ভাষার জন্য যাঁহারা করলো তাদের জীবন দান
এসো হে বাঙালি তাঁদের স্মরনে রক্ষা করিব তাঁদের মান।
জব্বার, সালাম, রফিক, বরকত ,শফিউর ভাই সবে
ভাষার জন‍্যে জীবন দিয়েছে,পেয়েছি ভাষা তবে
আমরা তোমাদের ভুলবোনা ভাই, রাখবো ত‍্যাগের মান
বুক ভরে আজ কথা বলি, আর মন ভরে গাই গান।

No comments