শিরোনাম

কষ্টগুলো || মোঃ মোশফিকুর রহমান - কুঁড়েঘর

কষ্টগুলো
মোঃ মোশফিকুর রহমান

রোজ সকালে ঘুমের ঘোরে
কষ্টগুলো কড়া যে নাড়ে,
সাজ-সকাল বিকেল বেলা
দুঃখগুলো শুধুই বাড়ে। 
বুঝবে তুমি কেমন করে
কষ্টগুলো ঘুরে বেড়ায়,
তুমি তো আছো রূপচর্চা
ফেসিয়ালের মোহ-মায়ায়।

আমার মনে কষ্টগুলো
কেমন করে বসতি গড়ে,
ছয় কোটি ঐ বেকার জানে
দুঃখ নদী হয়েছে জলে।
বুঝতে যদি রোজ সকালে
কষ্ট নিয়ে ছুটছে তারা,
বেকার বলে আধা পেটেই
চাকরি-টাকে খুঁজে ফেরা।

বুঝবে বলো কেমন করে
কষ্টগুলো ঘুম যে কাড়ে,
সকাল-সাঁঝে না-পাওয়ার 
ব্যথা আমার রোজ-ই বাড়ে।
চারদিকে-ই কষ্ট শুধু
না-পাওয়ার ঐ হাহাকার, 
সেথা থাকলে প্রেম-পিরিতি
হয়ে পরে রোজ কদাকার।

তোমার বুকে কষ্টগুলো
আমার মতো বিধে চলে কী?
কষ্টগুলো সকাল-সাঁঝে
তোমার মনে দেয় কি উঁকি?
আমার মতো কষ্টগুলো
তোমার বুকে সজিব হয়?
রোজ-ই তো সে ক্ষয়ে ক্ষয়েই
এ হৃদয়েই বেঁচে যে রয়।

No comments