শিরোনাম

বিজয় দিবস || শামীমা সাথী


বিজয় দিবস
শামীমা আক্তার সাথী

এলোরে এলোরে বিজয় দিবস এলোরে
স্বাধীনতার পতাকা চল উড়াই সকলে ।
রবি হাসে নতুন সাঁজেতে
শশী নিশি জাগে তার সাথে
বিজয় দিবস এলো বলে সকলে আমোদ করে।

ফুলের দোকানের ফুল গুলো
দেখ বিক্রি হয় কতটা বেশি করে
বিজয়ের শুভেচ্ছা জানাতে সকলে
যায় শহীদ মিনারে ।

হয়তো কোনো মা বোন কাঁদে গোপনে
 তবে সেই কান্নার অশ্রু ঝরে পড়ে আনন্দময় হয়ে ।
স্বজনদের বিনিময়ে পেয়েছে স্বাধীনতা
এইটাই তাদের গৌরবের ওঠে হয়ে ।

অতীতের শত বেদনা ভুলে
মুচকি হাসিতে সকলে এক হয়ে মিলে
বিজয় দিবস এলো বলে,
প্রাণে তাদের শান্তি মিলে ।

কিসের দুঃখ আর মনে,
আকাশ জুড়ে পাখির ঝাঁক যেন পাকা মেলে উড়ে
বিজয় দিবসে স্বাধীনতা এলো বাংলার ঘরে ঘরে ।

উড়াও পতাকা বিজয় দিবসে সকলে হাত হাত রেখে,
দেশ হতে দেশান্তরের মানুষ যেন
এই লাল সবুজে পতাকার দিকে তাকিয়ে থাকে।

পলক যেন ফেলতে না পারে তারা একটু করে

 বিজয় দিবস এলো বন্ধু,
খুশির বেলুন উড়াও আকাশ জুড়ে লাল সবুজ রঙে।

No comments