শিরোনাম

বিড়াল ছানা || শামীমা আক্তার সাথী - কুঁড়েঘর

বিড়াল ছানা 
শামীমা আক্তার সাথী

বিড়াল ছানা বিড়াল ছানা 
তুই আমারে আর জালাস না। সারাদিন পিছন পিছন
মিঁঞাও মিঁঞাও আর করিস না। ক্ষিধা লাগলে খেতে দিলে
তুই যখন খাসনা
তখন মায়ের বকুনি আমার
একধম ভালো লাগে না।
বিড়াল ছানা বিড়াল ছানা
তাড়া করলে দূরে যাসনা,
দূরে গেলে মাঁয়ার চোখে
আমার দিকে আর তাকাস না। মাঁয়ার চোখে তাকালে যে
তোকে আমি তাড়াতে পারি না। বিড়াল ছানা বিড়াল ছানা
আমার উপর রাগ দেখিয়ে
আবার কোথাও চলে যাস না
ইদুর ধরতে ঐ ঘরেতে
এখন গেয়ে বসে থাক না।

No comments